Paypal doesn't support in Bangladesh.You can create a Paypal account from Bangladesh by a legal or a fake address.

Legal Address:You can get PayPal ID by legally if you have any person in PayPal listed country. he will open an account for you and when you got fund he have to send money by Bank for you.

Fake Address:You can create Paypal id by submit unknown address which is supported paypal country.

Send and Receive Payments Securely Worldwide Country List:Supported Country list is "here"

Create a Paypal Account-"Click Here"


N.B: We will verify Paypal Account or Sell verified Paypal Account from Bangladesh.



Contact: +8801930739757

Email: homeworker07@hotmail.com

যারা নেটে টাকা আয় করতে চান তারা ফ্রিল্যান্স ডাটা এন্টির কাজ করতে পারেন। ফ্রিল্যান্স ডাটা এন্ট্রির কাজ করতে কোন উচ্চতর প্রশিক্ষনের দরকার নেই। আপনি যে কাজের উপর দক্ষ তা কাজে লাগিয়েই খুব সহজে ঘরে বসে ডাটা এন্টির কাজ করতে পারেন। এর আগে জেনে নেই ফ্রিল্যান্সিং কি?

ফ্রিল্যান্সিং :
ফ্রিল্যান্সার হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি কোন প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি ছাড়া কাজ করেন। একজন ফ্রিল্যান্সারের যেরকম রয়েছে কাজের ধরন নির্ধারনের স্বাধীনতা। গতানুগতিক ৯টা ৫টা সময়ের মধ্যে ফ্রিল্যান্সার সীমাবদ্ধ নন। ইন্টারনেটের কল্যাণে ফ্রিল্যান্সি এখন একটি নির্দিষ্ট স্থানের সাথেও সম্পর্কযুক্ত নয়। আপনার সাথে যদি থাকে একটি কম্পিউটার আর একটি ইন্টারনেট সংযোগ তা হলে যে কোন যায়গায় বসেই আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। হতে পারে তা ওয়েবসাইট তৈরী থ্রিডি এনিমেশন, ছবি সম্পাদনা, ডাটা এন্টি বা শুধুমাত্র লেখালেখি করা।

ফ্রিল্যাংস ডাটা এন্টির কাজ করার জন্য অনেক গুলো ওয়েবসাইট রয়েছে যারা আউটসোর্সিং এর সুযোগ সৃষ্টি করে দেয়। এই সকল সাইটকে বলা হয় ফ্রিল্যান্স মার্কেটপ্লেস। তার মধ্যে ওডেক্স একটি। আমি ওডেক্স দিয়ে কিভাবে ডাটা এন্টির কাজ করা যায় এবং ওডেক্স এর সুবিধা অসুবিধা সমূহ পর্যায়ক্রমে আলোকপাত করব।

ওডেস্ক:
http://www.ODesk.com

বৈশিষ্ট :
* এই সাইটের ফিচার উপরে উল্লেখিত সাইটগুলো থেকে সম্পূন্ন আলাদা। এখানে প্রোভাইডারকে ঘন্টা হিসেবে কাজের জন্য অর্থ প্রদান করা হয়।
* কায়েন্ট সাধারনত সম্পূন্ন প্রজেক্টের জন্য বা একটি নিদিষ্ট সময়ের জন এক বা একাধিক প্রোভাইডারকে নিয়োগ করা হয়।
* কাজ করার মুহুর্তে প্রোভাইডারের ব্যয়কৃত সময় নির্ধারন করার জন্য প্রোভাইডারের কম্পিউটারে একটি সফটওয়্যার চালু রাখতে হয় , যা একটি নিদির্ষ্ট সময় পরপর তার ডেক্টটপের স্ক্রিনশট এবং অন্যান্য তথ্য ক্লায়েন্টের কাছে পাঠায়। ফলে ওই সময় সে কাজ করছেন কিনা ক্লায়েন্ট সহজেই নির্ধারন করতে পারে।
* এই সাইটে প্রতি কাজের জন্য ১০% অর্থ কমিশন হিসেবে প্রদান করতে হয়।

সুবিধাসমূহ :
* যেহেতু বেশিরভাগ কাজ ঘন্টা হিসেবে প্রদান করা হয় তাই অন্য সাইটগুলোর তুলনায় এই সাইট থেকে অনেক বেশি পরিমাণে আয় করা সম্ভব।
* এই সাইটেও অনেক প্রজেক্টে অন্যান্য সাইটের মত সম্পূর্ণ প্রজেক্টের জন্য অর্থ প্রদান করা হয়। ফলে যারা ঘন্টা ধরে কাজ করতে পছন্দ করে না তারাও এই সাইট থেকে কাজ করতে পারবে।

অসুবিধাসমূহ :
* একটি প্রজেক্টে কাজ করতে প্রতিদিন ফ্রিল্যান্সারকে দিনের একটা নির্দিষ্ট সময় অনলাইনে লগইন থেকে কাজ করতে হয়। ব্যাপারটা অনেকটা অফিসে কাজ করার মত, যা অনেক ফ্রিল্যান্সাররাই পছন্দ করে না।
* কাজ করার সময় ওডেস্কের সফটওয়ার একটি নিদির্ষ্ট সময় পর পর প্রোভাইডারের কম্পিউটারের ডেক্টটপের ছবি বায়ারের কাছে পাঠায় যা একজন ফ্রিল্যান্সারের ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করে।

এখন o-desk এ কিভাবে কাজ শুরু করব তা জানব :
প্রথমে আপনাকে ওডেক্স রেজিষ্ট্রেশন করতে একটি ই-মেইল অ্যাডেস খুলতে হবে। এই ই-মেইল অ্যাডেস এর মাধ্যমে আপনি o-desk এর Job Alerts পাবেন। Job Alerts মানে আপনি যে কাজের জন্য অ্যাপ্লাই করেছেন ঐ কাজ গুলো পাওয়া গেলে আপনাকে মেইল করে জানিয়ে দেবে। এক্ষেত্রে আমি g-mail থেকে একটি ই-মেইল অ্যাডেস খুলি। তারপর আপনি o-desk এ গিয়ে create an acount ক্লিক করুন। তারপর Get Started নামে একটি পেজ আসবে ঐ খানে তিনটি অপসন আসে আপনি যার মাধ্যমে কাজ করতে চান তা সিলেক্ট করবেন। এক্ষেত্র আমি Freelance Provider - I want to earn money as an independent contractor এ ক্লিক করি। তারপর এর ছক গুলো পুরন করি। তারপর continue তে ক্লিক করুন। এভাবে আপনি পর্যায়ক্রমে এগিয়ে যান। o-desk রেজিষ্ট্রেশন সফল হয়ে গেলে আপনি যে কাজের উপর দক্ষ তা সিলেক্ট করুন। o-desk ভাল মানের কাজ পেতে হলে আপনি তাদের টেষ্ট পরীক্ষা দিতে পারেন। আপনার রেজিষ্ট্রেশন সফলভাবে হয়ে গেলে আপনি ই-মেইলে আপনার কাজের তথ্য পেয়ে যাবেন। পরবর্তী পর্বে দেখব কিভাবে কাজের জন্য অ্যাপ্লিকেশন করব।